Tuesday, September 3, 2019

একটা বাঙালি মেয়েকে যে ভাবে ভালো লাগে।

SHARE
একটা বাঙালি মেয়েকে যে ভাবে ভালো লাগে।





একটা বাঙালি মেয়েকে বাঙালিয়ানায় যতটা ভালো লাগে এবং মানায় অন্য আর কোন ভাবেই তেমন টা মানায় না এবং ভালো ও লাগে না।

শাড়ি বা অন্য বাঙালি পোষাকে একটা বাঙালি মেয়েকে যেমন লাগে তা সত্যি এক সৌন্দর্যের সংজ্ঞা বলা চলে। আর এজন্যই কবি বলেছেন যে “কলশি কাঙ্খে নদী থেকে ফেরা বাঙালি নারী সব চেয়ে সুন্দর হয়” কিন্তু আজ কাল অনেক মেয়েদের সুন্দর হওয়ার নানান অসফল চেষ্টা দেখে বলতে ইচ্ছা করে এমন যদি সত্যি হত তাহলে কবি হয়তো অন্য কথা বলতেন, শাড়ি চুরি কাজল বাদ দিয়ে টপস আর শর্ট জিন্স পড়তে বলতেন।

নারী তুমি সত্যি সুন্দর, প্রকৃতির অনন্য এক সৃষ্টি। তবে তোমাকে বুঝতে হবে কিসে তোমাকে মানায় আর কিসে না। কোনটা তোমার সংস্কৃতি আর কোনটা তোমার নয়।

কেউ Personally না নিলে খুশি হব।



SHARE

Author: verified_user

0 Comments: